মিনতি



আমার এ গান ছড়িয়ে দিও
তোমারই সুরে পাখির কণ্ঠে
কোন এক বসন্ত মেলায়।


আমার আশায় পথ চেয়ে থেকো
আঁচল উড়িয়ে শরতের শান্ত সকালে
সাদা মেঘের ছায়ায়।

হৃদয় সাগরে ভাসিও
তোমার প্রেমের তরী
আকাশে যদি ওড়ে
হংস বলাকা সারি।

আমার ছবি এঁকো
আপন মনে জানালায় বসে
শীতের সোনালি বিকেলে
কোন পড়ন্ত বেলায়।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।