আমি চাঁদ দেখেছি তোমার মুখে
যমুনা পেয়েছি ওই ডাগর কালো চোখে।
তিমির কাজল মেখে ওগো সুন্দরী
ঘুমিয়ে পরেছ বিছায়ে চন্দন ভেজা উত্তরী।
দীপালি জ্বেলে রূপালী ঝিলি মিলি তারা
তোমার পাশে এসে হলো জ্যোতি হারা
শিয়রে ছড়ানো মেঘলা শিথিল কবরী
বিধাতা তোমাকে গড়েছেন রূপ মাধুরী ভরি।
আকাশের তারায় পরাবো তোমায় মণিহার
অমৃত ধারা সলাজে অধরে বহিছে তোমার।
ডালি সাজিয়ে রেখেছ ধরি রূপ লহরী
মোম শিখা হয়েছে ম্লান লাবণ্যে তোমারই।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।