সাজাবো তোমায়



শূন্য মনে দেখেছি একা
মায়াবী রাতের আধারে
তারার মেলা বসেছে আকাশে।


তারা গুলি কুড়িয়ে এনে
সাজাবো তোমার কবরী
দেখব চেয়ে মুগ্ধ আবেশে।

চাঁদ বলে বাতাসের কানে
মাধবী সুবাসে, ফাগুন
আসবে ফিরে তোমারই পরশে।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।