বিষাদ নূপুর



আকাশের ঘনঘটা দেখে বাজে
কার বুকে এমন করুন সুর?
চাঁদের হাসি মুছে গিয়ে
জোছনা হলো কেন দূর?


কলঙ্ক সাগরে ডুবে কে অবেলায়
রেখেছে বেধে অন্তঃপুরে বেদনা হৃদয় ভেলায়
আঁধার ঘনালে মেঘে ঢেকে
বিরহ ভোল ডাকে যেন ময়ূর।

নিশি ঝড় থামলে পরে বনের ধারে
জেগে থাকে না কেহ মৌন বিরহ পাড়ে
ছিন্ন সুতায় বাঁধা জীর্ণ বসন্ত
ভেঙ্গেছে কার এই স্বপন মধুর।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।