কোন কাননে তুমি গাইতে এলে গান
যেখানে পাখিরা পল্লব তলে ধরে তান।
কল কাকলি গুঞ্জনে প্রহর দিবা নিশি
মেঘের ঘোমটা টেনে চেয়ে দেখে শশী
আপন মনে বাসন্তিকা মালা গাথে বসে
তুমি গেয়েছ সেখানে ঘুম ভাঙ্গানি গান।
দেখা হয়েছিল চকিতে এখনো পরে কি মনে
হৃদয়ের কথা বলেছিলে আমার সনে।
নাম ধরে ডেকেছি তোমায় পথের পাশে
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।