বধূয়া

বধূ যতই মন্দ বলুক মুখে
ঠাই পেয়েছি পাখির নীড়ের মত অমন চোখে।


সে যে ভালোবাসে না আমায়
এ কথা কি তার মুখে মানায়
আমায় না দেখে কাঁপন লাগে তার বুকে।

দিবা নিশি যতই করুক ছলাকলা
তবু তাকে যায় না কিছু বলা
মুক্তা মালার মত জড়িয়ে রেখেছে সুখে।

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনার মতামত জানতে আগ্রহি।
আশা করি অতি শিঘ্রই আপনার মন্তব্য বা জিজ্ঞাসার জবাব পাবেন।